ইমান মজবুত রাখার দুয়া
কতো শোনা যায় অসংখ্য ভাই ও বোন মুসলমান হওয়ার পরেও এক সময় মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায় ৷ কেও ভুল বুঝতে পেরে আবার ইসলামের ছায়া তলে ফিরে আসে আর কেও মুরতাদ,নাস্তিক,জাহান্নী হয়েই মারা যায় ৷
তাই আজকের ভিডিওটিতে একটি দুয়া নিয়ে আলোচনা করব যে দুয়াটি নিয়মিত যে কোন সময় পাঠ করলে ইন শা আল্লাহ সারা জীবন ইমান মজবুত থাকবে এবং ইমানী অবস্থায় মৃত্যু হবে ৷
দুয়াটি হল,
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِتْ قَلْبِى عَلَى دِينِكَ
ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত ক্বালবি আলা দিনিক ৷
অর্থ- হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ ৷
Spread the love