কারো গালে কি মারা নিষেধ
কারো চেহারায় আঘাত করা জায়েজ নেই । এমনকি ইসলামে যুদ্ধের ময়দানেও শত্রুর চেহারায় আঘাত করা তো দূরে থাক থাপ্পড় মারাকেও নিষেধ করা হয়েছে। যেমন সহীহ মুসলিমে হাদীস বর্ণিতো হয়েছে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতো রাসুল (ﷺ) বলেন:
إذا قاتل أحدُكم أخاه ، فلا يلطُمنَّ الوجهَ
“কেউ যদি তার ভায়ের সাথে লড়াইয়ে লিপ্ত হয় সে যেনো চেহারায় থাপ্পড় না মারে।” (সহীহ মুসলিম, হা/২৬১২)
তিনি আরোও বলেছেন,
إذا قاتل أحدكم فليجتنب الوجه
“তোমাদের কেউ লড়াই করলে যেনো চেহারায় আঘাত করা থেকে বিরতো থাকে।” (সহীহ বুখারী)
হাদিস দ্বারা বুঝা গেল চেহরাতে মারা নিষেধ।
Spread the love