জামার হাত গুটিয়ে নামাজ পড়লে কি হয় ?

 

জামার হাত গুটিয়ে নামাজ পড়া কি ঠিক?

*জামার হাত গুটিয়ে নামাজ পড়া ভদ্রতা ও সৌন্দর্যের বিপরীত।

কুরআন পাকে রাব্বুল আলামিন বলেন- “ইয়া বানী আদামা খুযু জীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ”  অনুবাদ- হে আদম সন্তানগণ!স্বীয় সুন্দর পোষাক পরিধান করো যখন মসজিদে যাও।  (পারা ৮ সূরা আল-আরাফ আয়াত ৩১)

“আন ইবনি আব্বাসিন আনন্নাবীই সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ক্বালা উমিরতু আন আসজুদা আলা সাবয়াতি আ’জুমিউঁ অ-লা আকুফফু শা’বাঁও অলা সাওবান”।

অর্থ:- হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদীয়াল্লাহু তা’আলা আনহুমা, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহী অসাল্লামের নিকট থেকে বর্ণনা করেন যে, হুজুরে পাক বলেছেন, আমাকে সাত হাড়ের উপর সাজদাহ করার আদেশ হয়েছে, আর চুল ও কাপড় না গুটানোর নির্দেশ দেয়া হয়েছে

(বুখারী শরিফ ১ম খ: পৃ: ১১৩ কিতাবুল আজান)

Spread the love

Leave a Comment