তারাবীহ নামাযের নিয়াত দোয়া ও মুনাজা
তারাবীহ নামাযের নিয়্যাত-
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوةِ التَّرَاوِيْحِ-سُنَّةُ رَسُوْلِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللّٰهُ اَكْبَرُ-
বাংলা উচ্চারণ -নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই সালাতিত্ তারাবীহ। সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
প্রতি চার রাকাত তারাবীহ নামাযের পরে বসে নিম্নলিখিত দোয়াটি পাঠ করবেন
سُبْحَانَ ذِىْ الْمُلْكِ وَالْمَلَكُوْتِ سُبْحَانَ ذِىْ الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَىِّ الَّذِىْ لَا يَنَامُ وَالَا يَمُوْتُ اَبَدًا اَبَدَا سُبُّوْحٌ قُدُّوْسُ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ-
বাংলা উচ্চারণ- সুবহানা যিল মুলকি ওয়াল মালাকূতি সুবহানা যিল ইয্যাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদ্রাতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল জাবারূত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লাইয়ানামু ওয়ালা ইয়ামূতু আবাদান-আবাদা সুব্বূহুন কুদ্দূসুন রব্বুনা- ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
তারপর এ মুনাজাতটি করবেন
اَللّٰهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَلِقَ الْجَنَّةِ وَالنَّارِ بِرَحْمَتِكَ يَا عَزِيْزُ يَاغَفَّارُ يَا كَرِيْمُ يَاسَتَّارُ يَا رَحِيْمُ يَا جَبَّارُ يَا خَلِقُ يَا بَارُّ اَللّٰهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ-
বাংলা উচ্চারণ- আল্লাহুম্মা ইন্না নাস্আলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান্নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া আযীযু, ইয়া গাফফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহীমু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বাররু, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, ইয়া মুজীরু, ইয়া মুজীরু, ইয়া মুজীরু, বি রাহমাতিকা ইয়া আর হমার রাহীমীন।
যদি আপনার এই পোস্ট টি উপকারি মনে হয় বা আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্ট টি শেয়ার করুন।
🔰 দুয়া পার্থী- মোঃ আব্দুল আহাদ।
গ্রাম: সুলতানপুর
জেলা: মুর্শিদাবাদ (প:ব:)