ধার্মিক নারীদের কখনো এই 5 শ্রেণীর পুরুষকে বিবাহ করা উচিত নয়

ধার্মিক নারীদের কখনো এই 5 শ্রেণীর পুরুষকে বিবাহ করা উচিত নয়

প্রায় কম বেশি সব ছেলেই কিন্তু একজন ধার্মিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই, কিন্তু একজন ধার্মিক মহিলা কখনোই কোনো নাস্তিক বা আনাড়ি টাইপ ছেলে কে নিজের জীবন সঙ্গী হিসেবে পচন্দ করেনা বা পেতে চাইনা, তারা একজন ধার্মিক পুরুষকেই জীবন সঙ্গী হিসেবে পেতে চাই, আমি আজকে আলোচনা করবো ধার্মিক মহিলারা কোন পাঁচ ধরনের পুরুষকে কখনোই বিবাহ করতে প্রস্তুত নয়, বা বিবাহ করাও উচ্চিত নয়,

_______
♦1- যে পুরুষ দাড়ি রাখে না। এবং সুন্নত মোতাবেক চলে না।
কোনো ধার্মিক মহিলা যে পুরুষ দাড়ি রাখেনা এবং রাসূল এর সুন্নাত মোতাবেক চলেনা তাকে কখনোই পছন্দ করেনা।
.
♦2- যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, এবং মেয়েদের মত হাতে, কানে অলংকার ব্যবহার করে।
বর্তমানে কিছু স্টাইলিশ মার্কা ছেলে দেখা যায় যারা মেয়েদের মতো হাতে কানে অলংকার ব্যবহার করে, এবং সবসময় টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে রাখে। ভদ্র ছেলেদের আচরণ এমন হয়না, এবং এই টাইপ ছেলেদের কোনো ভালো মেয়ে বিবাহ করার জন্য পছন্দ করেনা , কেননা
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে যে, হুযুর পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকারবশত পায়ের গিরার নিচে লুংঙি বা পায়জামা ঝুলিয়ে দেয়, রোজ কিয়ামতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না।
___(বুখারি, মুসলিম, মিশকাত:৩৭৩)
.
♦3- যে পুরুষ বাজে নেশা করে।
অর্থাৎ মদ, সিগেরেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। এমন ধরণের পুরুষকে শুধু ধার্মিক মেয়ে কেন কোনো মেয়েই পছন্দ করে না,
রাসুল (সা:) বলেছেন —– আমার প্রভু তাঁর মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোন বান্দা এক ঢোক মদ পান করবে, আমি নিশ্চয় তাকে অনুরূপ পঁচা পুজ খাওয়াবো।
__(মিশকাতঃ ৩১৮)
♦4 – যে পুরুষ নিজের স্ত্রীকে পর্দায় রাখতে চায় না। কিছু কিছু পুরুষ আছেন যারা ইসলামের বাইরে গিয়ে আধুনিকতা পছন্দ করেন, ধার্মিক মহিলা কখনোই এমন পুরুষকে বিবাহ করতে চাইবে না। কেননা,
হুজুর পাক (সাঃ) বলেন তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। যথাঃ দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা এবং দাইয়ূস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়।
অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না। বাধা দান তো দুরে থাক উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয়।
.
♦5 -যে পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে।
অসৎ উপায়ে উপার্জনে আল্লাহর কোনো বরকত ও রহমত থাকেনা , তাই কোনো ধার্মিক মহিলা এমন টাইপ ছেলেকে বিয়ে করতে পছন্দ করেনা
রাসুল (সাঃ) বলেন, ফরযসমুহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরয।

#আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম জীবনসংগী দান করেন #আমিন।

Spread the love

Leave a Comment