নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে দোয়া গুলো পড়তেন ।
নবী (সাঃ) নামাজের পর যে সমস্ত দোয়া আমল ও জিকির করতেন তার মধ্যে থেকে কয়েকটি অতি ফজিলতপূর্ণ দোয়া ও আমল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ।
চলুন শুরু করি ,
১-সালাম ফিরানোর পরে পরেই (الله اكبر) আল্লাহু আকবার বলতেন ।
আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাঃ) এর নামাজ শেষ হওয়াটা বুঝতাম ‘আল্লা-হু আকবার’ বলার মাধ্যমে।
(বুখারী ৮৪২, মুসলিম ৫৮৩
মিশকাতুল মাসাবিহ,৯৫৯)
২- ৩ বার (استغفر الله)
আস্তাগফিরুল্লাহ বলতেন ।
সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) নামাজের সালাম ফিরানোর পর তিনবার “আস্তাগফিরুল্ল-হ” বলতেন,
(মিশকাতুল মাসাবিহ, ৯৬১)
৩- ৩ বার (استغفر الله)
আস্তাগফিরুল্লাহ বলার পর এ দু’আ পড়তেন:
اَللّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَام
“আল্লাহুম্মা আনতাস সালা-মু, ওয়া মিনকাস্ সালা-মু, তাবা-রকতা ইয়া- যালজালা-লি ওয়াল ইকর-ম”
(অর্থাৎ হে আল্লাহ! তুমিই শান্তির প্রতীক ও শান্তিময় । তোমার পক্ষ থেকেই শান্তি আসে । তুমি বারাকাতময় হে মহামহিম ও মহা সম্মানিত)
(সহীহ : মুসলিম ৫৯১)
৪- এই দোয়াটি পড়তেন
لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ – اَللّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدّ مِنْكَ الْجَدُّ
“লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়্যিন ক্বদীর, আল্ল-হুম্মা লা- মা-নি’আ লিমা- আ’ত্বয়তা, ওয়ালা-মু’ত্বিয়া লিমা- মানা’তা, ওয়ালা-ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু”
অর্থ- আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি অদ্বিতীয় l তার কোন অংশীদার নেই l রাজত্ব একমাত্র তারই এবং সব প্রশংসা একমাত্র তার জন্যে l তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দান করো, কেউ নেই তা ফিরাবার। আর যা তুমি দান করতে বারণ করো, কেউ নেই তা দান করার। ধনবানকে ধন-সম্পদে পারবে না কোন উপকার করতে তোমার আক্রোশ /নারাজগীর সামনে)
(আল্লাহ নারাজ হয়ে গেলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে ধন-সম্পদ কোন কাজে আসবে না)
মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ) থেকে বর্ণিত- নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সব ফরয সলাতের পরে এ দু’আ পড়তেন:
(বুখারী ৮৪৪, মুসলিম ৫৯৩ ,মিশকাতুল মাসাবিহ, ৯৬২)
৫-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর,
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন
(সহীহ ইবনে হিব্বান ২০০৪)
এছাড়া নবী (সাঃ) সাহাবাদের কে বড় গুরুত্বের সঙ্গে শিক্ষা দিতেন যে তোমরা বলবে প্রত্যেক নামাযের পর
৩৩ সুবহানাল্লাহ
৩৩ আলহামদুলিল্লাহ
৪ আল্লাহু আকবার
(মিশকাত ৯৬৬)