নিজে ভালো
শেখ শাদী (রহঃ)
সিকান্দার শাহ ছিলেন রোমের বাদশাহ । ছিলেন তিনি সৎ এবং নিপুণ যোদ্ধা ।
পৃথিবীর বহু দেশ জয় করেছিলেন । প্রজারা তাকে দারুণ শ্রদ্ধা করত ।
একবার কয়েকজন লোক সিকান্দার শাহকে জিজ্ঞেস করলেন,
আপনি একজন বিশ্ববিজয়ী বীর । আপনার আগেও অনেক বাদশাহ
ছিলেন রোমে । তাদেরও সৈন্যদল ছিল । তারাও যুদ্ধ করতেন । কিন্তু তারা
আপনার মতো এমন সুনাম অর্জন করেননি । তারা আপনার মতো এত দেশ
দখল করতে পারেননি । এর কারণ কী?
সিকান্দার শাহ প্রশ্ন শুনে মৃদু হাসলেন ৷ আমি পৃথিবী জয় করেছি ভালোবেসে ।
সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি । কাউকে আমি কোনো কষ্ট দিইনি ।
তাই প্রজারাও আমাকে ভালোবেসেছে ।
আমি কারও বদনাম করিনি । শত্রুদের সঙ্গে আমি সবসময় ভালো ব্যবহার করেছি ।
আইনকানুন মেনে চলেছি। মানুষকে মানুষের মর্যাদা দিয়েছি। |
সকলের উদ্দেশে সিকান্দার বললে : নিজে ভালো হলে পৃথিবীও ভালো ।
এবং ভালো লোকদের সবাই ভালোবাসে ৷