নিজে হাতে ভিক্ষা দিলে কি হয়?
হজরত উসমান (রহঃ) বলেন যখন নবী (সাঃ) এর সাহাবী হজরত হারিসা বিন নুমান (রাঃ) চোখের জ্যোতি হারিয়ে ফেলেন, তিনি অন্ধ হয়ে যান ৷ তার পর দরজা পর্যন্ত ধাগা বেঁধে নেন, তার দরবারে ফকির মিসকিন আসলে তিনি ধাগা ধরে দরজা পর্যন্ত এসে নিজে হাতে ভিক্ষা দিতেন ৷
পরিবারের লোকেরা বলত আপনি আপনার যায়গাতে থাকুন আমরা ভিক্ষা দিয়ে দিচ্ছি ৷
সেই সময় তিনি বলেছিলেন আমি নবী (সাঃ)কে বলতে শুনেছি নিজে হাতে মিসকিনকে ভিক্ষা দিলে খারাপ মৃত্যু থেকে বাঁচা যায় ৷
(হায়াতুস সাহাবা ২য় খন্ড ২৩৪ পৃষ্ঠা)
শিক্ষা: – ফকির মিসকিনকে নিজে হাতে ভিক্ষা দিলে অনেক নেকি লাভ করা যায় ৷ পাশা পাশি ভয়ানক মৃত্যু থেকে মুক্তি লাভ করা যায় ৷
Spread the love