বিসমিল্লাহির রহমানির রহিম
১
উত্তম স্ত্রী ও সন্তান পাওয়ার দু’আ/দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
আরবী উচ্চারনঃ- রব্বানা-হাবলানা-মিন আযওয়া-জিনা -অ- যুররিয়্যা-তিনা- কুররতা আ’ইয়ুনিও অজ’আলনা -লিলমুত্তাকীনা ইমা-মা। বাংলা অর্থঃ- হে আল্লাহ, আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততী দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে তুমি আমাদের পরহেযগার লোকদের ইমাম বানিয়ে দাও। (সূরাঃ- ফুরকান, আয়াতঃ- ৭৪)
হে! আল্লাহ্ আমাদের সমস্ত রকম নেক উদ্দেশ্য কবুল করুন এই দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুন। আমিন
২
ক্ষমা ও দয়া লাভের দোয়া
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
আরবী উচ্চারণ- রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন।
বাংলা অর্থ :- হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। তুমি আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি রহম কর। তুমিতো সর্বশেষ্ঠ দয়ালু। (সুরা মুমিনুন : আয়াত ১০৯) —আমিন-আমিন-আমিন
৩
বিপদে / মুসিবতে পড়লে, তা দূর করার দোয়া
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
আরবী উচ্চারণ:- লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
বাংলা অর্থ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি ক্ষতিগ্রস্থ হয়েছি । ( সূরা আল আম্বিয়া: ৮৭)
সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা’আলার নবী যুন- নুন [ইউনুস (আঃ)] মাছের পেটে থাকাকালে যে দু’আ করেছিলেন তা হল, “ তুমি ব্যতিত কোন মা’বূদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয়ই যালিমদের দলভুক্ত”- (সূরা আম্বিয়া ৮৭)। যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দু’আ করলে অবশ্যই আল্লাহ্ তা’আলা তার দু’আ কবুল করেন। (তিরমিজী ৩৫০৫) (আমিন-আমিন-আমিন)
যদি কোন বিপদ আসে তাহলে উক্ত দোয় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে ,ইন শা আল্লাহ বিপদ দূর হবে।
৪
ইমানি অবস্থায় প্রতিষ্ঠিত থাকা ও আল্লাহর অধিক অনুগ্রহ লাভের দোয়া
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
আরবী উচ্চারণ ;- রাব্বানা লা তুজিগ কুলুবানা বা’দা ইয হাদায়তানা ও হাবলানা মিল্লাদুনকা রাহমাহ,ইন্নাকা আনতাল ওহ্হাব
বাংলা অর্থ:- হে আমাদের পালনকর্তা ! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সফিরিয়ে দিওনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা। (আল-ইমিরান-৮) (আমিন-আমিন-আমিন)
৫
দুনিয়া ও আখেরাতের কল্যান লাভ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আরবী উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও, ওয়াফিল আখিরাতি হাসানাতাও,ওয়াকিনা আজাবান নার।
বাংলা অর্থ: হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে কল্যান দান করুন, আখেরাতেও কল্যান দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন । -সূরা আল বাকারা: ২০১ (আমিন-আমিন-আমিন)