বিপদ দূর করা ও শত্রুর আক্রমণ থেকে মুক্তি লাভের দোয়া

বিপদ দূর করা ও শত্রুর আক্রমণ থেকে মুক্তি লাভের দোয়া

 

কোন বিপদ আসলে তা দূর করার জন্য নিম্নের দোয়াগুলি গুরুত্ব পূর্ণ

১-দোয়া-   حَسْبَُنا اللَّٰهُ و نِْعمَ الْوَكِيِلْ

বাংলা উচ্চারণ: – “হাসবুনাল্লাহু অ- নিমাল ওকিল”

  • হঠাৎ কোনো মসিবতের মধ্যে পড়লে উপরের দোয়াটি বেসি বেসি পাঠ করলে আল্লাহর রহমতে বিপদ বা মসিবত থেকে মুক্তি লাভ করা যায় ।

২ দোয়া – ১০৩ বার সুরা কুরাইস এর পড়ে শত্রুর আক্রমণ বা বিপদ আসার ভয় থাকলে তা থেকে রক্ষা পাওয়া যায় ৷

বিসমিল্লাহির রহমানির রহিম

বাংলায় উচ্চারন:- বিসমিল্লাহির রাহমানির রাহিম লি-ঈলাফি কুরাইশিন, ঈলাফিহিম রিহ্ লাতাশ শীতায়ি ওয়াছ ছাইফ। ফালইয়া’বুদূ রাব্বা হাযাল বাইত আল্লাযী আত্য়ামাহুম মিন্ জু-ইওঁ ওয়া অমানাহুম মিন খাউফ।

বাংলায় অনুবাদ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কোরাইশের আসক্তির কারণে, আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

  • যদি শত্রুর আক্রমনের ভয় থাকে বা কোথাও কোনো বিপদ আসার ভয় থাকে তাহলে ১০৩ বার সুরা কুরাইস পড়ে বাড়ি থেকে বের হলে আল্লাহর রহমতে শত্রুর চক্রান্ত বা সামনে আসা বিপদ থেকে মুক্তি লাভ করা যাবে ৷

 

 

Spread the love

Leave a Comment