ভ্রু প্লাক করলে কি গুনাহ হবে?
বর্তমানে ভ্রু প্লাকের পরিসংখ্যা বেড়েছে সমাজে,বিশেষ করে মেয়েদের মধ্যে বেশি লক্ষ করা যাচ্ছে ৷
বর্তমানে প্রায় ৬০% মেয়ে ভ্রু ফ্লাক করে থাকে ৷ শহরের মেয়েরা ভ্রু প্লাকে গ্রামের মেয়েদের থেকে অনেক এগিয়ে ৷
চেহেরার সুন্দর্য বৃদ্ধি করার জন্য চোখের উপরের কিছু ভ্রু তুলে ফেলাকে ভ্রু প্লাক বলা হয় ৷
ভ্রু প্লাক করা সম্পূর্ণ অবৈধ (হারাম)
حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى، مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ}.
হজরত আবদুল্লাহ (ইবনু মাস’উদ) (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত
আল্লাহ্র অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কণ করে এবং যারা অঙ্কণ করায়, আর সে সব নারীদের উপর যারা চুল, ভ্রু তুলে ফেলে (ভ্রু প্লাক করে) এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্যে সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহ্র সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। রাবী বলেন, আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অভিশাপ করেছেন? আর আল্লাহ্র কিতাবে আছে “রসূল (সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম) তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর।” (সূরাহ আল-হাশর ৫৯ )
সহিহ বুখারী, হাদিস নং ৫৯৩১
উপরের হাদিস দ্বারা স্পস্ট বোঝা গেল, ভ্রু প্লাক করার বড় গুনাহের কাজ,সম্পূর্ণ রূপে হারাম,ভ্রু প্লাপ করলে আল্লাহ তায়ালার অভিশাপ ও রাসুল (সাল্লাহু আলাইহি ও সাল্লাম)এর অভিশাপ ও সাহাবাগণ (রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাইন) দের অভিশাপ তার উপর(ভ্রু প্লাক কারীর উপর ) অবতির্ণ হবে ৷
যিনারা ভ্রু প্লাক করেন তিনাদের বলি আপনারা, এই কাজ বন্ধ করে আল্লাহর দরবারে তৌবা করে নিন, আল্লাহ বড় দয়ালু তৌবাকারীকে পছন্দ করেন ৷
আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন – আমিন-আমিন-আমিন