মানুষকে ভালবাসার ফযীলত
হযরত সায়্যিদুনা আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, মদীনার তাজেদার, রাসূলদের সরদার (ﷺ) ইরশাদ করেন: “ঈমানের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে ভালবাসা।”
(জামেয়েল আহাদীসে লিস সুয়ুতী, হরফিল হামযা মাআল ফা, হাদীস নং- ৩৪৯৫, ২/১৩।)
হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ্ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণিত, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা (ﷺ) ইরশাদ করেন: মধ্যমপন্থায় ব্যয় করা অর্ধেক জীবন ধারণের উপকরণ, মানুষকে ভালবাসা অর্ধেক বুদ্ধিমত্তা এবং ভাল প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক।”
(শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফিল ইজ্ঞিসাদ ফিন নাফকা…, হাদীস নং- ২৫২৮, ৫/২৫৪।)
হযরত সায়্যিদুনা জাবির (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “মানুষের সাথে উফুল্লচিত্তে সাক্ষাৎ করা সদকা স্বরূপ।”
(শরহে সহীহ বুখারী লি ইবনে বতাল, কিতাবুল আদব, বাবুল মাদারাতি মাআন নাস, ৯/৩০৫।)
জনপ্রিয় একটি ওয়েব সাইট “ইসলামী বিশ্বকোষ” ভিজিট করুন