হজরত মুনাইজির (রাঃ) বলেন আমি রাসুলুল্লাহ (সাঃ) কে ইরশাদ করতে শুনেছি ৷
যে সকলা এটি পাঠ করে
رَضِيْتُ بِااللَّهِ رَبّاً وَّبِاالْاِسْلاَمِ دِيْناً وَّ بِمُحُمَّّدٍ نَبِيّاً
আমি তাকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করানোর নিশ্চায়তা দিচ্ছি ৷
رَضِيْتُ بِااللَّهِ رَبّاً وَّبِاالْاِسْلاَمِ دِيْناً وَّ بِمُحُمَّّدٍ نَبِيّاً
রাদ্বিতু বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দিনাও ও বি মুহাম্মাদিন নাবী’ইয়া ৷
বাংলায় অর্থ- আল্লাহ তায়ালাকে রব হিসাবে,এবং ইসলাম দ্বীন হিসাবে এবং হজরত
মোহাম্মাদ (সাঃ) কে নবী হিসাবে পেয়ে আমি সন্তষ্ট ।
Spread the love