যৌবনে ইবাদতের ফযীলত
রহমতে আলম, নূরে মুজাস্সম, রাসূলে আকরাম (ﷺ) ইরশাদ করেন : “কিয়ামতের দিন বান্দা ঐ সময় পর্যন্ত পা উঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার থেকে পাঁচটি জিনিসের ব্যাপারে প্রশ্ন করা না হয়।
১. বয়স কোন কাজে ব্যায় করেছ?
২. যৌবন কোন কাজে অতিবাহিত করেছ?
৩. সম্পদ কোত্থেকে অর্জন করেছ?
৪. কোথায় খরচ করেছ?
৫. এবং নিজের জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছ?” (তিরমিযী শরীফ, কিতাব সিফাতুল কিয়্যামাহ… বাব দিল কিয়্যামাহ, ৪/১৮৮, হাদীস নং – ২৪২৪)
ইবাদত পরায়ণ যুবকের স্থান :
“নিজের যৌবনকালে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এরূপ ফযীলত অর্জন করে, যেমন নবীদের (‘আলাইহিমুস্ সলাতু ওয়াস্সালাম) সমস্ত লোকদের উপর মর্যাদা রয়েছে।” (আত্ তারগীব কি ফযায়িলুল আমাল ওয়া সওয়াব জালিশা, পৃষ্ঠা – ৭৮, হাদীস নং – ২২৮)
৭২ সিদ্দিকীনের সওয়াবের অধিকার :
“যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ্ তা’আলার অনুসরণের দিকে অগ্রসর হল, তবে আল্লাহ্ তা’আলা ঐ সৌভাগ্যবানকে ৭২ সিদ্দিকীনের সমপরিমাণ সওয়াব প্রদান করবেন।” (কানযুল উম্মাল, কিতাবুল শাওয়ায়েজ ওয়ার রিকাব্য শেখ, আল ফসলুল আউয়াল, আত্ তারগীবুল আহাদী মিনাল তাকওয়ান, ৮,১৫/ ৩৩২, হাদীস নং – ৪৩০৯৯)
আল্লাহ্ তা’আলার প্রকৃত বান্দা :
“নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলা তাঁর সৃষ্টির মধ্যে এ সুন্দর যুবককে সব চেয়ে বেশি পছন্দ করেন, যে তার যৌবন ও সৌন্দর্য্যকে আল্লাহ্ তা’আলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আল্লাহ্ তা’আলা এই ধরনের বান্দার উপর ফেরেশতাদের সামনে গর্ব করে ইরশাদ করেন : “এই হল আমার প্রকৃত বান্দা।” (কানযুল উম্মাল, আল ফসলুন আউয়াল, কিতাবুল মাওয়ায়েজ ওয়ার রিকাফ ওয়াল খিতব ওয়াল হিকম, আত্ তারগীবুল আবাদী মিনাল আকওয়াল, ৮, ১৫/ ৩৩২, হাদীস নং – ৪২০৯)
আল্লাহ্ তা’আলার প্রিয় বান্দা :-
“নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলা ঐ যুবককে ভালবাসেন, যে তার যৌবনকে আল্লাহ্ তা’আলার অনুগত্যে অতিবাহিত করে দিয়েছে।” (হিলইয়াতুল আউলিয়া, আব্দুল মালিক বিন ওমর বিন আব্দুল আযিয, ৫/৩৯৪, হাদীস নং – ৭৪৯৬)