সকাল সন্ধা পাঠ করার দু’আ
আবান ইবনে উসমান (রহঃ) বলেন,আমি উসমান ইবনে আফ্ফান (রাঃ) বলতে শুনেছি । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,প্রতিদিন দিনের শুরুতে (ভোরে/সকালে) ও প্রতি রাতের শুরুতে (সন্ধ্যায়) যে কোন বান্দা এ দু‘আটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না,
দু’আ টি হলো,
“بِسْمِ اللّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ”
“বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা‘আসমিহি শাইয়ুন ফিল -আরদ্বি ওয়ালা ফিস্-সামায়ি ওয়া হুয়াস সামীউল আলীম”।
অর্থঃ- “আল্লাহ তা‘আলার নামে শুরু” যাঁর নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।”
আবান ইবনে উসমান (রহঃ)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। (উক্ত হাদীস রিওয়ায়াতকালে) এক লোক (অধঃস্তন বর্ণনাকারী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি প্রত্যক্ষ করছো? শোন আমি তোমার কাছে যে হাদীস বর্ণণা করেছি তা অবিকল বর্ণনা করেছি। তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি ঐ দু‘আটি পাঠ করিনি এবং আল্লাহ তা‘আলা ভাগ্যের লিখন আমার উপর কার্যকর করেছেন।
(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৩৮৮, ইবনু মাজাহ (হাঃ ৩৮৬৯)।
এই দু’আটি নিয়মিত পাঠ করলে পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।
👉🏼যাবতীয় কঠিন অসুখ থেকে মুক্তি লাভের দোয়া