৫টি উপায়ে যে কোন স্বপ্নকে সফল করুন দ্রুত
বিজ্ঞান বলে, একজন প্রাপ্ত বয়ষের সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য বের হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো ।
এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু।
আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়।
এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু সব শুক্রাণুগুলিকে পরাজিত করে, ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই।
কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?
১- আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলোনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।
২- আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।
৩- আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন শিক্ষা, কেউ সাহায্য-সহযোগিতা করেনি তবুও আপনি জিতেছিলেন।
৪- আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন। আজ সব আছে তবে কেন আপনি সফল হতে পারবেন না? অবশ্যই পারবেন ৷
এই ভিডিওটি দেখার পর আপনার ধারনা বদলে যাবে ৷ তো চলুন একটু আগে বাড়ি
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
(সুরা তিন ৪নং আয়াত)
আল্লাহ তায়ালা বলেন নিশ্চয় আমি মানুষকে সর্বউত্তম রূপে সৃষ্টি করেছি ৷ আল্লাহ তায়ালা মানুষকে অনেক শক্তি দিয়েছেন ৷ মানুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে ইচ্ছে করলে পৃথিবী জয় করতে পারে ৷
তাই আজকের ভিডিওতে আলোচনা করব ৫টি উপায় নিয়ে যার দ্বারা স্বপ্নকে সফল করতে পারবেন দ্রুত ৷
১- সঠিক উদ্দ্যশ্য /নিয়ত: – আপনি কি করতে চাইছেন তা আগে ভালোভাবে স্থির করুন ৷ সঠিক নিয়ত বা উদ্দ্যশ্য না থাকলে স্বপ্ন পূরণ করা যায়না ৷ নবী (সাঃ) বলেন
إنما الأعمال بالنيات
প্রত্যেক কাজ সম্পূর্ণ হয় নিয়তের উপর৷
যে বিষয়ে আমরা সাফল্য অর্জন করতে চায় সে বিষয়ে সঠি নিয়ত বা উদ্দেশ্য থাকতে হবে ৷ অবৈধ উদ্দেশ্য মনের মধ্যে থাকলে জীবনে সফল হতে পারবেন না ৷
২- সঠিক জ্ঞান: – সঠিক উদ্দ্যশ্য /নিয়ত এর পর সঠিক জ্ঞান অর্জন করতে হবে – আপনি যে কাজে সফল হতে চায়ছেন সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হবে ৷ জ্ঞান অর্জন ছাড়া সফল হওয়া সম্ভাব না ৷
ফলে আপনার যে বিষয়ে জ্ঞান আছে সেই সম্পর্কিত কাজ গুলি করতে চেষ্টা করুন ৷
এবার ৩- এ যেটা করতে হবে সেটা হল অলসতা দূর করতে হবে: – অলসতা মানুষের সব স্বপ্ন নষ্ট করে দেয় ৷ অলসতার কারণে মানুষ সফল হতে পারে না ৷
অলসতা দূর করার জন্য ৫ওয়াক্ত নামাজ পডুন ও এই দুয়াটি পড়ুন –
اللَّهُمَّ إِنّى أَعُوذُ بِكَ مِنْ الْهَمّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
আল্লাহুম্মা ইন্নি আয়ুযু বিকা মিনাল হাম্মি অল-হাযানি অ-আয়ুযুবিকা মিনাল আজযি অল-কাসালি অ-আয়ুযুবিকা মিনাল জুবনি অল-বুখলি অ-আয়ুযুবিকা মিন গালাবাতিদ দাইন ৷
এর পর ৪ এ কঠর পরিশ্রম:-
স্বপ্ন পূরণ করতে বা সফল হতে হলে ঠোর পরিশ্রম প্রয়োজন যে যেমন পরিশ্রম করবে সে তেমন ফল পাবে ৷
আপনার স্বপ্ন যত বড় হবে পরিশ্রমও সে অনুযায়ী হতে হবে ৷
৫- ধৈর্য ধারণ করা: –
অনেক সময় আপনার কর্ম বা পরিশ্রম বিফলে যেতে পারে -তখন অধৈর্য হলে চলবে না ৷ ধৈর্যধারণ করতে হবে ৷ যারা সফল হয়ে থাকেন তারাও কিন্তু অনেক সমস্যা, ক্ষতি,বিফল,ইত্যাদির সম্মুখিন হয়েছে ৷ তারা ধৈর্যের মাধ্য দিয়ে সব বাধা কাটিয়ে সফলতা পেয়েছে ৷ আমরা তাদের সফল ব্যক্তি হিসাবে ভাবি কিন্তু সফল হতে কত অন্ধকার তারা দেখেছে সেটা ভাবি না ৷
আমাদের ধৈর্যধাণ করে ঠান্ডা মাথায় কর্ম করার অভ্যাস করতে হবে ৷
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ
(সুরা বাকারা ১৫৩ )
আল্লাহ তায়ালা বলেন,হে ইমানদারগণ তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্য্যশীলদের সঙ্গে আছেন ৷
মোট কথা সফল হতে হলে এই ৫টি টিপস ফ্লো করুন ৷ ইন শা আল্লাহ সফলতা আপনার পায়ে চুমা দেবে ৷
👉🏼যে যুবক এই ৫টি ভুল করবে তার কোনো স্বপ্ন পূরণ হবে না ৷