৫ সেকেন্ডের ছোট একটি আমল করলে গাছের শুকনো পাতা ঝরে পড়ার মতো জীবনের গুনাহ ঝরে পড়বে ।
এমনই সুন্দর একটি আমলের কথা তিরমিজি শরীফের হাদিস নাম্বার ৩৫৩৩ উল্লেখ আছে ।
তো চলুন সেই অজিফা বা আমল জেনে নেওয়া যাক ।
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি শুকনা পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পরে। অতঃপর তিনি বললেন কোন বান্দা
“ إِنَّ الْحَمْدَ لِلّهِ وَسُبْحَانَ اللّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللّهُ وَاللّهُ أَكْبَرُ
“আলহামদুলিল্লাহ “ সুবহানাল্লাহ” এবং লাইলা-হা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” বললে তা তার গুনাহ সমূহ এরূপ ঝরিয়ে দেয় যেভাবে এ গাছের পাতাসমূহ ঝরে পড়েছে।
(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৫৩৩ ).
অন্য বর্ণনায়
سُبْحَانَ اللّهِ والْحَمْد لِلّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللّهُ وَاللّهُ أَكْبَرُ
যেটি আপনার জন্য পাঠ করা সহজ হবে সেটি আপনি পাঠ করতে পারেন ।
এটি পাঠ করতে প্রায় ৫ সেকেন্ড সময় লাগবে । এটি পাঠ করলে গাছের শুকনো পাতা ঝরে পড়ার মত জীবন থেকে গুনাহ ঝরে পড়বে ।
তাই নিয়মিত ১০০বার বা তার চাইতে বেশি নামাজের পরে অথবা যেকোনো সময় পড়ার অভ্যাস করতে হবে । তাহলে গুনহা ঝরতে ঝরতে ইনশাআল্লাহ জীবনের গুনহা ঝরঝরি ফুরিয়ে যাবে ।