আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নাম হাদিসের মধ্যে পাওয়া যায় ৷ ইতি পূর্বে, কএকটি নিয়ে আলোচনা করেছি ৷
আজ আল্লাহ তায়ালার ১০টি গুন বাচক নামের ফজিলত নিয়ে আলোচনা করব ৷
১- يا مليك (ইয়া-মালিকু) -যে গরিব ব্যক্তি প্রত্যহ ৯০ বার পাঠ করবে ৷ ইন শা আল্লাহ দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে ৷
২- يا سلام (ইয়া-সালামু) ১১১ বার পাঠ করে অসুস্থ ব্যক্তির উপর ফু দিলে ইন শা আল্লাহ সে সুস্থ হয়ে যাবে ৷
৩- يا مهيمن (ইয়া-মুহাইমিনু) কোন চিন্তাগ্রস্থ ব্যক্তি প্রতিদিন ২৯ বার পাঠ করলে ইন শা আল্লাহ তার দুশ্চন্তা দূর হবে এবং বিপদ আপদ হতে নিরাপদে থাকবে ৷
৪- يا عزيز (ইয়া-আযিযু) ৪১ বার পাঠ করে কোন বিচারক বা অফিসারের নিকট নিজের জায়েজ উদ্দ্যেশ্য পূরণের জন্য গিয়ে থাকলে ইন শা আল্লাহ সে তার প্রতি দয়া দেখিয়ে তার কাজ করে দেবে ৷
৫- يا بارى (ইয়া-বারিয়ু) প্রতি শুক্রবার যে ১০বার পাঠ করবে ইন শা আল্লাহ সে পুত্র সন্তান লাভ করবে ৷
৬- يا قهار (ইয়া-কাহহারু) যদি হঠাৎ কোন বিপদ এসে থাকে তখন ১০০ বার পাঠ করে নিলে ইন শা আল্লাহ বিপদ দূর হবে ৷
৭- يا فتاح (ইয়া ফাত্তাহু) প্রত্যেক ফরজ নামাজের পর দুই হাত বুকের উপর রেখে ৭০ বার পাঠ করলে ইন শা আল্লাহ অন্তরের মরিচিকা ও ময়লা দূর হবে ৷
৮- يا قابض (ইয়া কাবিদ্বু) যে প্রতিদিন ৩০ বার পাঠ করবে ইন শা আল্লাহ সে শত্রুর উপর বিজয় লাভ করবে ৷
৯- يا اول (ইয়া আওয়ালু) যে প্রতিদিন ১০০ বার পাঠ করবে ইন শা আল্লাহ তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে ৷
১০- يا نافع (ইয়া- নাফিয়ু) কোন কাজ শুরু করার পূর্বে ২০ বার পাঠ করলে ঐ কাজটি ইন শা আল্লাহ তার কাজটি তার ইচ্ছে অনুযায়ী পূরণ হবে ৷