আশুরার রোজা ১টি নাকি ২টি?
উত্তরঃ- আশুরা উপলক্ষে দুটি রোজা রাখতে হয় । ৯মহররমর, ১০ই মহররম। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন,যখন রাসূলুল্লাহ (ﷺ) আশুরার রোজা রাখলেন এবং (অন্যদেরকে) রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল,(ﷺ) এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিষ্টানরা বড় সম্মান জানায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আগামী বছর এদিন আসলে, আমরা নবম দিনও রোজা রাখব ইনশাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ)র ওফাত হয়ে গিয়েছে। {সহিহ মুসলিম}
ইমাম শাফেয়ি ও তাঁর সাথীবৃন্দ, ইমাম আহমাদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে দশম ও নবম উভয় দিনের রোজাই মুস্তাহাব। কেননা নবী করিম (ﷺ) দশ তারিখ রোজা রেখেছেন এবং নয় তারিখ রোজা রাখার নিয়ত করেছেন।
আতা বিন আবি রিবা (রহঃ) বলেন, নিশ্চয় তিনি ইবনে আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন, তোমরা নয় ও দশ তারিখ সিয়াম রাখো এবং ইহুদীদের বৈপরীত্য করো( বায়হাক্বী হা/৮৪০৪)।
তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখতে হবে ৯ মহররম এবং ১০ই মহররম ।
আশুরার রাত্রে ও দিনে করণীয় ও বর্জনীয় জানতে এখানে ক্লিক করুন