কাফনের কাপড় সাদা কেন?
প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন ।
كل نفس ذائقه الموت
অর্থ্যাৎ প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যুর পর মোমিন-মুসলমানদের গোসল করানোর পর কাফন পরিধান করানো হয় । এরপর জানাজা করে দাফন করা হয়।
কিন্তু আপনি জানেন কি, অন্য রঙের কোন কাপড়কে কাফনের কাপড় হিসেবে কেন ব্যবহার করা হয় না?
শুধুমাত্র সাদা কাপড় ব্যবহার করা হয় কেন?
এ বিষয় নিয়েই আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ।
ইবনে আব্বাস [রা] থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুল [সাঃ] বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো।
তোমাদের জীবিতরা যেনো সাদা কাপড় পরিধান করে, আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি, হাদিস-৫৩২৩)
হযরত সামুরা ইবনে জুনদুব [রাঃ] বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কেননা, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস-৯৬৪)
হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সাদা রঙের পোশাক সর্বোত্তম পোশাক । জীবিত ও মৃত সকলের জন্যই সাদা রঙের পোশাক অতি উত্তম । তাই মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে উত্তম পোশাক দিয়ে কাফন পরানো হয় । যার জন্য কাপড়ের রং সাদা হয় ।
(আশা করছি করছি বিষয়টি বুঝতে পেরেছেন )
উত্তর দিয়েছেন
আব্দুল আজিজ কাদেরী