প্রশ্নঃ- সাদা চুল কালো করার জন্য কেউ যদি খেজাব ব্যবহার করে তাহলে শরীয়তের বিধান কি?
উত্তরঃ- বয়সের কারণে চুল-দাড়ি পেকে গেলে কালো খেযাব ব্যবহার করা নাজায়েয। হাদীসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হযরত জাবের (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে নিয়ে আসা হল। তার চুল ছাগামা উদ্ভিদের ন্যায় (একেবারে) সাদা ছিল। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
غَيِّرُوا هَذَا بِشَيْءٍ، وَاجْتَنِبُوا السّوَادَ.
এটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও। তবে কালো রং ব্যবহার করা থেকে বিরত থাকো। -সহীহ মুসলিম, হাদীস ২১০২
বয়সের কারণে চুল পেকে গেলে কালো কালার (খেজাব) ব্যবহার করা জায়েজ নেই । কারণ এর দ্বারা মানুষকে ধোকা দেওয়া হয় অর্থাৎ নিজের বয়স লুকিয়ে রাখা হয় । তাই কালো কালার কোনভাবেই ব্যবহার করা জায়েজ নেই । তবে কেউ চাইলে মেহেদি ব্যবহার করে চুলের রঙ পরিবর্তন করতে পারে ।
পড়া হলে শেয়ার করে ইসলামের বার্তা প্রচারে সাহায্য করুন ।