প্রশ্নঃ- আসসালামু আলাইকুম আমি ২টি প্রশ্নের উত্তর জনিতে চাই
(১) কুরবানী কাকে বলে ?
(২) কুরবানী কার উপর ওয়াজিব ?
আপনার ২টি প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল-
(১) কুরবানী কাকে বলে ?
উত্তর- নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জবেহ করাকে কোরবানি বলে ।
(২) কুরবানী কার উপর ওয়াজিব ?
উত্তর- মালিকে নেসাবের উপর কুরবানী ওয়াজিব ।
মূল প্রয়োজনীয় জিনিসপত্র বাদ রেখে ৭.৫ (সাড়ে সাত) তোলা (ভরি) সোনা বা সপরিমাণ অর্থের মালিক অথবা ৫২.৫ (সাড়ে বায়ান্ন) তোলা (ভরি) চাঁদি বা সপরিমাণ অর্থের মালিক হলে মালিকে নেসাব হবে । পুরুষ হোক অথবা নারী মালিক এ নেসাব হলে কোরবানি ওয়াজিব হবে। (বর্তমান মূল প্রয়োজনীয় জিনিসপত্র বাদ রেখে প্রায় ৪৫০০০ টাকার মালিক হলে কুরবানী ওয়াজিব হবে) যেহেতু আমাদের দেশে সোনার দাম অনেক বেশি তাই চাঁদির হিসাবটা কার্যকর হবে আনুমানিক একটা দাম উল্লেখ করা হল হল ,৪৫০০০ টাকা ।
আব্দুল আজিজ কাদরী