খাবার শেষে হাত ধোয়ার আগে একটি কাজ করুন ।
খাবার খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা অনেকেই হাত ধুয়ে ফেলি । কিন্তু হাত ধোয়ার পূর্বেই যদি কএকটি সুন্নত পালন করি তাহলে আমরা বিভিন্ন দিক দিয়ে উপকৃত
হব । বর্তমানের বড় বড় ডাক্তারগন এর উপকার দেখে অবাক হয়েছেন ।
তাই এই গুরুত্বপূর্ণ সুন্নতগুলি সম্পর্কে আমাদের সকলের জানা দরকার । আসুন হাদিস দ্বারা বিস্তারিত জানার চেষ্টা করি ।
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাঃ) খাওয়ার পরে তাঁর তিনটি আঙ্গুল চাটতেন। তিনি বলতেনঃ তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শাইতানের জন্য তা ফেলে না রাখে। (বর্ণনাকারী বলেন,) আমাদেরকে তিনি থালাও চেটে খাওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেনঃ তোমাদের খাদ্যের কোন্ অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই।
জামে’ আত-তিরমিজি, হাদিস নং ১৮০৩
হাদিসের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সুন্নত বর্ণিত হয়েছে ।
(১) খাবার পর চেটে খাওয়া ।
(২) খাবার লোকমা নিচে পড়ে
গেলে উঠিয়ে খাওয়া ।
(৩) খাবার শেষে থালা চেটে খাওয়া ।
এই সুন্নত গুলি পালন করলে দুই রকমের লাভ হবে ।
(১) পড়ে যাওয়ার লোকমা উঠিয়ে খেলে শয়তান সে খাবার খেতে পারে না এবং মনের মধ্যে ঘৃণিত ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে না ।
এবং খাবারের মধ্যে যে বরকত থাকে আঙ্গুল ও থালা চেটে খেলে সম্পূর্ণ বরকত লাভ করা যায় । এবং সংসার জীবনে অনেক উন্নতি আসে ।
(২) থালা চেটে ও আঙ্গুল চেটে খেলে সেই খাবারের অংশগুলি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ।
এছাড়া তারমধ্যে খাবারের বিশেষ কিছু প্রোটিন অবশিষ্ট থেকে যায় তাই শেষে চেটে খেলে সে প্রোটিনগুলো শরীরের মধ্যে চলে যায় ।
বর্তমানের অসংখ্য ডাক্তার এটা সমর্থন করেছেন এবং অবাক হচ্ছেন যে আজ থেকে চৌদ্দশ’ বছর পূর্বে নবী (সাঃ) -যা বলেছেন তা বিজ্ঞানসম্মত ।
তাই আমাদের সকলকে এই সুন্নত গুলি পালন করার চেষ্টা করতে হবে । যা নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের শিখিয়েছেন ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর উপর যিনি উন্মাদকে সঠিক পথের দিশা দিয়েছেন । আমিন