চুল কাটার হারাম স্টাইল
প্রশ্নঃ- চুল কাটার কোনো স্টাইল কি ইসলামে হারাম আছে ?
উত্তরঃ- ‘কুযা’ করে চুল কাটা ইসলামে হারাম এবং মুশরিকদের অনুসরন করে চুল কাটাও হারাম। মাথার কিছু অংশের চুল কামাই করে, কিছু অংশ রেখে দেয় এটাকে ‘কুযা’ বলে।
অথচ এই পদ্ধতিতে চুল কাটার ব্যাপক প্রবণতা মুসলিম সমাজের তরুণদের মধ্যে দেখা যায়। কেউ কেউ প্রিয় খেলোয়াড় বা কোনো সেলিব্রিটিদের অনুকরণের এটা করে থাকে যা হারাম।
عَنِ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَزَعِ وَالْقَزَعُ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ.”
ইবনে ‘উমার (রাঃ) থেকে বর্ণিতো, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ‘কুযা’ করতে বারণ করেছেন। ‘কুযা’ হলো শিশুদের মাথায় কিছু চুল অবশিষ্ট রেখে কিছু চুল কামিয়ে ফেলা।” (সুনানে আবু দাউদ)
সাধারণতো ‘কুযা’ বলতে
১. মাথার সাইডের চুলগুলো কামাই করে মাঝখানের চুলগুলো রেখে দেওয়া।
২. মাথার এক পার্শ্বের কিছু চুল কামাই করে বাকীগুলো রেখে দেওয়া।
যা ইসলামী শরিয়তে হারাম বা কঠর নিষিদ্ধ।