ছবিওলা জায় নামাজে নামাজ হবে কি?
বর্তমানে ছবিযুক্ত জায় নামাজ বাজারে অসংখ্য বিক্রি হচ্ছে ৷বিভিন্ন কম্পানী নিজেদের প্রোডাক্ট বেশি বেশি সেল করার জন্য মক্কা,মদিনা ও বিভিন্ন মসজিদের ছবি জায় নামাজে প্রিন্ট করে থাকে ৷
এখন প্রশ্ন হল,ছবিযুক্ত জায় নামাজে নামাজ পড়লে নামাজ হবে কি?
এর উত্তর হল, ছবিযুক্ত জায় নামাজে নামাজ পড়লে নামাজ হবে ঠিকই কিন্তু সেই ছবিতে পা পড়লে বড় বেয়াদবী হবে ৷ সেজন্য সতর্ক থাকতে হবে।
ذَلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
এবং যে আল্লাহর নিদর্শন সমূহের সম্মান করে নিশ্চয় তা আল্লাহ ভীতির প্রমান ৷ (সুরা হ্বজ ৩২)
আল্লাহর নিদর্শণ সমূহ যেমন কাবা,রওজায়ে নবী (সাঃ) বাইতুল মুকাদ্দাস ও মসজিদ সমূহ ইত্যাদি ৷
জায় নামাজে এই ছবিগুলির মধ্যে কোনো ছবি থাকলে, শতর্ক যতই থাকুন তবুও বিভিন্ন পরিস্থিতে পা পড়ে যায় অসতর্কতা বশত অধিকাংশ মানুষই কাবা শরীফ ও রওজা পাকের গম্বুজ বা মসজিদের গম্বুজ পা মারিয়ে চলে
যা বেয়াদবী। অনেক বড় গুনাহ।
তাই ছবিযুক্ত এসব জায় নামাজের বিছানা থেকে বিরত থাকা উত্তম।
পরিশেষে সকলের কাছে অনুরোধ আপনারা ছবিযুক্ত জায় নামাজ কিনবেন না ৷