বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় পাঠক আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেকের মনে প্রশ্ন হল জুম্মার দিন মৃত্যুবরণ করলে কি লাভ পাওয়া যায় আজ সেই বিষয়টি হাদিস দ্বারা জানবো তো চলুন আলোচনা শুরু করি।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তা’আলা আ আনহু এর বর্ণনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিন বাড়াতে যে মুসলমানের মৃত্যু হয় আল্লাহ তাকে কবরের বিপদ আপদ থেকে নিরাপদে রাখেন
(আহমদ তিরমিজি)
জুম্মার দিন যদি কোন মুনাফিক কাফির মারা যায় তাহলে তারা কোন প্রকার লাভবান হতে পারবে না এই মর্যাদা শুধু মমিন মুসলমানণন পাবেন মমিন মুসলমান যদি জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাআলা তার কবরের বিপদ দূর করে দেন অর্থাৎ কবরের আজাব থেকে সে মুক্তি পেয়ে যায় শর্ত হলো প্রকৃত মুসলমান হতে হবে ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ পূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করো এমন আদেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন যারা প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে তারা কবরে সুখে থাকবে আর যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে তারা আজাবের মধ্যে থাকবে।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের পথিক বানাও যাতে তোমাকে ও তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবেসে পৃথিবী থেকে যেতে পারি আমিন আমিন সুম্মা আমীন।
প্রিয় পাঠক আশা করি এই সুন্দর লেখা টি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এবং সবে দ্বারা ইন হাসিল করুন জাযাকাল্লাহু আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ