প্রশ্নঃ-সন্মানিতো দ্বীনি ভাই আমার প্রশ্ন: হলো বাড়ির ফেমিলীর সবাই মিলে (নারী ও পুরুষ) মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা কি জায়েজ ?
উত্তরঃ-জামাতে ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়ার নির্দেশ শুধু পুরুষদের জন্য। নারীদের ওপর জামাতে অংশগ্রহণের স্বতন্ত্র্য কোনো নির্দেশনা ইসলামে নেই। তাই ঘরে একত্রিতো হয়ে নারীরা পুরুষ বা নারী ইমাম বানিয়ে জামাত করাও শরিয়ত নির্দেশিতো হুকুম নয়। এর প্রতি উৎসাহিতোও করা হয়নি।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন ।