বাবা মায়ের ৩টি ভুলের জন্য সন্তান অবাধ্য হয় ৷
বর্তমানে অবাধ্য সন্তানের সংখ্যা দিন দিন বাড়ছে, এর জন্য বাবা মা অনেকটাই দায়ী ৷
বাবা মায়ের যে ভুলের কারণে অধিকাংশ সন্তান অবাধ্য হয় ৷
১- কুরান শিক্ষা না দেওয়া: – পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ আল কুরান যার মধ্যে পিতা মাতার মর্যদার কথা বলা হয়েছে এবং কি ভাবে স্বদ্যব্যবহার করতে হবে তাও বলা হয়েছে ৷ ফলে সন্তানকে কুরান শিক্ষা না দিলে সে জানবে কি করে পিতা মাতার মর্যদার কথা?
তাই নিজের সুবিধার্থে সন্তান সহজেই অবাধ্য হয়ে যায় ৷
ফলে বিভিন্ন শিক্ষার পাশা পাশি আগ্রহের সঙ্গে কুরান শিক্ষা দেওয়ার চেষ্টা করুণ ৷
২- মাত্রাছাড়া শাসন
মাত্রাছাড়া শাসন ও আত্মীয় বা বন্ধুদের সামনে শাসন বা বকাঝকা করলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে এতে সন্তানের মনে মা-বাবার প্রতি ঘৃণার জন্ম হয়। যার ফলে অবাধ্য হতে পারে। তাই শাসন নয়, সোহাগ দিয়েই তাকে বোঝাতে হবে।
কিছুটা শাসন তো করা যেতেই পারে। কোনো অবস্থাতেই মারধর বা গালাগাল করা উচিত নয়।
৩- সন্তানের সঠিক সিদ্ধান্তে বাধা দেওয়া: –
পড়াশোনা,খেলাধোলা-ইত্যাদি ক্ষেত্রে সন্তান যদি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে পিতা মাতার কর্তব্য হল সন্তানকে উৎসাহ দেওয়া বাধা নয় ৷
সন্তানের সঠিক সিদ্ধান্তে বাধা দিলে সন্তান বাবা মাকে ঘৃণা করতে শুরু করে ৷
সন্তান যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে তাকে ভালোবেসে বুঝিয়ে দিতে হবে এটা ভুল সিদ্ধান্ত ৷ এবং একটি বিকল্প সঠিক সিদ্ধান্ত সামনে রাখতে হবে ৷
৪- সন্তানের সামনে বাবা মার ঝগড়া: –
সন্তানের সামনে বাবা মা যদি বিতর্ক করে, ঝগড়া করে , একে ওপরের কথা অশিকার করে একে ওপরকে গালি দেয় তাহলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে ৷ এবং সে ঝগড়া, গালাগালি,কথা অশিকার করা ইত্যাদি বাবা মার কাছ থেকে ঘরে বসেই শিখে নেই ৷ যার ফলে সন্তান সহজেই অবাধ্য হয়ে যায় ৷
৫- ভালোবাসায় কম বেশি করা ৷
একাধিক সন্তান থাকলে সকলকে সোমান ভালোবাসতে হবে ৷ কম বেশি করা ঠিক হবে না – ধরুন কোন বাব মা একজন সন্তানের সামনে অন্য সন্তানকে খুব বেশি ভালোবাসছে বেশি গুরুত্ব দিচ্ছে ৷ তাহলে ওপর সন্তানের উপর এর খারাপ পড়তে পরে ৷আসতে আসতে বাবা মার প্রতি আন্তরিক ক্ষোভ সৃষ্টি হতে বারে এবং সন্তান অবাধ্য হতে পারে ৷
ফলে সন্তান ছেলে হোক বা মেয়ে তাদের সঙ্গে এই কাজ গুলি করবেন না ৷ করে থাকলে আজই বর্জন করুন ৷
আল্লাহ যেন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন আমিন ৷