মেয়েরা কি কপালে টিক পরতে পারবে?

মেয়েরা কি কপালে টিক পরতে পারবে?

হযরত ইবরাহীম আঃ কে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল পরিমান জায়গা জুড়ে আগুন জ্বালালো , তখন একটা নতুন সমস্যা দেখা দিল।
আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌছানো যাচ্ছিল না। তাই একটা চরক বানানো হল
যাতে করে ইবরাহীম (আঃ) কে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়।
কিন্তু রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।

তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে(পতিতা) এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারন এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। (ফেরেস্তারা চলে গেলে ইব্রাহিম আঃ আগুনে ফেলতে সহজ হবে) তাই করা হল এবং ফেরেশতারা চলে গেলেন, ইবরাহীম (আঃ) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হল।
(তারা ইব্রাহিম আঃ কে আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহ ইব্রাহিম আঃ কে বাচিয়ে নিয়েছিলেন তিনার কোন ক্ষতি হয়নি ৷

পরবর্তিতে ঐ মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল (কারন তারা ইব্যাহিম আঃকে আগুনে ফেলতে সাহায্য করেছে ৷ এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।

অতএব যারা বলে— মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপ কে নিজেদের জন্য বৈধ মনে করে, তারা প্রকাশ্যে সেই পতিতা মেয়েদের অনুসরন করছে ৷

পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হত, তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন হয়ে গেছে ৷ ওহে! মুসলিম নারীরা, এই সত্য কথাটা জানার পর ও কি আপনি আপনাদের কপালে টিপ পড়বেন??

না জানতে মানুষ ভুল করে আজ আপনারা বিষয়টি জানলেন এর পর এই ভুলটি করবেন না ৷

মেয়েরা সাজতে পারবে তবে তার সিমা রয়েছে ৷ ইন শা আল্লাহ মেয়েদের সাজগোজ নিয়ে একটি ভিডিও বানাবো ৷

সূত্রঃ
* তাফসীরে মা-রেফুল কুরআন, হযরত ইবরাহিম (আঃ) মূলগ্রন্থ।
* তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছালাবী
* আদি গ্রন্থ, কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠাঃ ৮১, আদি ইসলামী ইতিহাস
* ইবনে কাসীর ৷

Spread the love

Leave a Comment