মনের ইচ্ছে পূরণ করার দোয়া

মনের ইচ্ছে পূরণ করার দোয়া

হজরত হাসান (রহঃ) কে সাহাবী হজরত সামরাহ বিন জুনদুব (রাঃ) বলেন, আমি তোনৃমাকে এমন একটি হাদিস শোনাবনা যা আমি ক একবার রাসুলুল্লাহ (সাঃ) এর কাছ থেকে শুনেছি এবং কএকবার আবুবাকার ও ওমর (রাঃ) এর কাছ থেকেও শুনেছি? ৷ হজরত হাসান (রহঃ) বলেন অবশ্যয় শুনান ৷ হজরত সামরাহ (রাঃ) বলেন,যে ব্যক্তি সকাল সন্ধা এই দোয়াটি পড়বে –
اَللَّهُمَّ اَنْتَ خَلَقْتَنِى وَ اَنْتَ تَهْدِيْنِى وَ اَنْتَ تُطْعِمْنِى وَ تَسْقِنِى وَ اَنْتَ تُمِيتُنِى وَ اَنْتَ تُحْيِنِى
উচ্চারন:- আল্লাহুম্মা আনতা খালাকতানী অ-আনতা তাহদিনী অ- আনতা তুতইমনী অ-তাসক্বিনী অ- আনতা তুমিতুনী অ-আনতা তাহইনী

এটি পড়ার পর আল্লাহ তায়ালার কাছে যা চাইবে আল্লাহ তায়ালা তাই দান করবেন (আলমুজিমুল আওসাত ১০২৪)

আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় ৷ কিন্তু চাওয়ার মত চাইতে হবে ৷ ইসলামী মত অনুযায়ী জীবন যাপন করে নিজের উপযোগী কিছু চাইলে ইন শা আল্লাহ পাওয়া যাবে ৷

এই দুয়াটি সকাল অর্থাৎ ফযর নামাযের পর ৭ বার আর সন্ধা অর্থাৎ মাগরিব নামাজের পর ৭ বার পাঠ করতে হবে ৷ চাইলে বেশিও পাঠ করতে পারেন ৷
নিওমিত পাঠ করে আমলে পরিনিত করলে ইন শা আল্লাহ উপকার ই উপকার পাওয়া যাবে ৷

Spread the love

Leave a Comment