হযরতে আলী রদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে বলতেশুনেছি : যে মুসলমান কোনো অসুস্থ মুসলমানকে
সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি, সন্ধ্যার সময় দেখা করতে যায়, সকাল পর্যন্ত, সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এবং (এই দেখা করার জন্য)জান্নাতে সে একটি বাগান পেয়ে যায় ।
হযরতে ইবনে আব্বাস রদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসুল সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ইরশাদ করেছেন : যখন কোনো মুসলিম, অপর কোনো মুসলিম অসুস্থ ব্যক্তি কে দেখতে যায়, তখন সে যেন তার (পাশে বসে) সাত
বার এই দোয়াটি পাঠ করে…
اسأل الله العظيم رب العرش العظيم ان يشفيك
অর্থ : আমি মহান আল্লাহর নিকট চাইতেছি, যিনি মহানআরশের মালিক। তিনি যেন তোমাকে সুস্থ করে দেন।