রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজার কি কোন ক্ষতি হবে?
🖋উত্তরঃ- রমজান মাসে রােজা থাকা অবস্থায় কোন ব্যক্তির স্বপ্নদোষ হলে তার রােজা ভঙ্গ হবে না এবং মকরূহও হবে না বরং রােজা সঠিক থাকবে। তবে গােসল ও পবিত্রতা অর্জনে কালবিলম্ব করবে না বরং তাড়াতাড়ি গােসল করে পবিত্র হয়ে যাবে।(রোজা বা অন্য অবস্থায় নাপাক হলে তা তাড়াতাড়ি দূর করতে হবে । তবে বিশেষ কারণে গোসল করতে কিছুসময় বিলম্ব হলে ওযু করে নেবে ) ইচ্ছাকৃত গােসল করতে বিলম্ব করলে গােনাহগার হবে। হাদিস শরীফে উল্লেখ আছে। জানাবতওয়ালা ব্যক্তি যে ঘরে থাকে সেখানে রহমতের ফেরেশতা নাযিল হয় না।
(দুররুল মুখতার ও ফতােয়ায়ে হিন্দিয়া ইত্যাদি)।
মুহাম্মদ মীর কাশেম মানিক হাজী বাদশা মাবেয়া কলেজ।
পোস্টটি পড়ার পর ভালো লাগলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন ।
Collected from-http://www.sunni-encyclopedia.com/