শত্রু কে হারানোর দোয়া
সব মানুষেরই জীবনে শত্রু আছে, কারো বড় কারো ছটো- মানুষ জীবনে যত উন্নতি করবে তার শত্রু তত বাড়বে কেও বন্ধু রূপে শত্রুতা করবে আবার কেও প্রকাশ্যে শত্রুতা করবে – এটা পৃথিবীর নিয়ম ৷
তাই শত্রুর চক্রান্ত থেকে বাঁচতে ও শত্রুর মনে ভই সৃষ্টি করতে একটি আমল করতে পারেন ৷
.
একটি ছোটো আমল করলে শত্রুর হাত থেকে সম্পুর্ন রূপে মুক্তি লাভ করতে পারবেন
আমলটি হল-
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
উচ্চারণ : আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি- সারীয়াল
হিসাবি,মুজরিয়াস সাহাবি
হাযিমাল আহযাবি । আহযিমহুম ওয়া যালযিলহুম ।
অর্থ : হে আমার মালিক ! কিতাব নাযিলকারী , দ্রুত হিসাব গ্রহণকারী মেঘকে পরিচালনাকারী ৷ শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করাে , তাদেরকে দমন ও পরাজিত করাে তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও ।
(তাবরানী-989)
যদি মনে হয় শত্রু আপনার ক্ষতি করতে চাইছে তাহলে ফজর ও মাগরিব নামাজের পর – প্রথমে ৩বার দরুদ শরীফ + ১১ উক্ত দুয়াটি +৩ বার দরুদ শরীফ পাঠ করে নিজের বুকে ফুঁ দিয়ে নেবেন ৷
ইন শা আল্লাহ শত্রু কোন ক্ষতি করতে পারবে না ও বিপদে ফেলতেও পারবে না ৷
আমল শুরু করার পূর্বে যে শর্তগুলি মনে রাখতে হবে তা হল-
১- আল্লাহর উপর ভরসা রেখে আমল করতে হবে ৷
২- হালাল খাবার খেতে হবে
৩- ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে
৪- পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে ৷