সুন্দর করে কথা বলতে পারার দোয়া বা মুখের জড়তা দূর করার দোয়া

সুন্দর করে কথা বলতে পারার দোয়া

যেকোন প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইলে সুন্দর করে কথা বলা জানতে হবে ।
কিন্তু অনেকে আছে যারা গুছিয়ে কথা বলতে পারেনা অথবা কথা বলতে বলতে বারবার আটকে যায় অথবা কথা বলার সময় তোতলামি ভাব দেখা দেয় অথবা কথা বলতে বলতে ভুলে যায় অথবা কোন সভায় বক্তব্য রাখতে অসুবিধা হয়, মানে কি বলবে আর খুঁজে পাইনা । এমন সমস্যার সম্মুখীন যদি কেউ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ।
পবিত্র কোরআন শরিফের মধ্যে একটি দোয়া আছে যে দোয়াটি নিয়মিত পাঠ করলে এ সমস্ত সমস্যা দূর হবে এবং সুন্দরভাবে কথা বলতে পারবেন । ইনশাআল্লাহ

 প্রথমে দোয়াটি জানবো তারপর পাঠ করার নিয়ম জানবো ।

দুআটি হল

رَبّ اشْرَحْ لِي صَدْرِي، وَيَسِّرْ لِي أَمْرِي، وَاحْلُلْ عُقْدَةً مّن لّسَانِي، يَفْقَهُوا قَوْلِي
রাব্বিশ রাহলি সাদরি, অ-ইয়াস,সিরলী ,আমরি, ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানী ইয়াফকাহু কাউলি ।

হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
এবং আমার কাজ সহজ করে দিন।
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
যাতে তারা আমার কথা বুঝতে পারে।

নিয়মিত এই দোয়াটি পাঠ করলে , কথা বলার ক্ষেত্রে বা বক্তব্য রাখার ক্ষেত্রে কোন সমস্যা হবে না ইনশাল্লাহ ।

এ দোয়াটি মাঝেমাঝে নামাজের পর মোনাজাতে পাঠ করবেন এবং বক্তৃতা দেওয়া বা কথা বলার পূর্বে এ দোয়াটি পাঠ করে আল্লাহর উপর ভরসা রেখে বক্তৃতা বা কথা বলতে শুরু করবেন । আস্তে আস্তে সব সমস্যা দূর হয়ে স্বাভাবিক হয়ে যাবে । ইনশাল্লাহ

Spread the love

Leave a Comment