হিন্দু ব্যক্তির সাথে দেখা হলে তাকে নমস্কার বলা যাবে কি?
উত্তর: অমুসলিমদের সাথে উঠা বসা এবং লেনদেনের ক্ষেত্রে ইসলামের সুুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। তাদের নীতিমালা মুসলমানদের জন্য গ্রহন করা বৈধ নয়৷ অতএব হিন্দু টিচারদের সাথে সাক্ষাৎ হলে আদাব, নমস্কার ইত্যাদি বলে তাদেরকে সম্ভাষন করা যাবে না৷ আদাব শব্দের শাব্দিক অর্থ বিবেচনায় যদিও একটু সুযোগ আছে, কিন্তু কোনো ভাবেই তাকে নমস্কার বা নমস্তে বলা যাবে না। তাদের সাথে সাক্ষাৎ হলে সৌজন্য প্রদর্শন হিসেবে তার কুশলাদি জিজ্ঞাসা করে বা অন্য কোনোভাবে যেমন হাতের দ্বারা ইশারা করে কুশলবিনিময় করবে ।
কোনো বিধর্মীর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়াও বৈধ নয়। সালাম শুধু এক মুসলমান আরেক মুসলমানকেই দিতে পারে। তবে যদি সে আগে সালাম দিয়ে ফেলে, উত্তরে ‘وعليكم(ওয়া আলাইকুম)’ বা يهديكم الله(ইয়াহদীকুমুললাহ)’ অথবাالسلام على من اتبع الهدى (“আসসালামু আলা মানিত্তাবাআল হুদা’) বলবে।
তথ্যসূত্রঃ :-(সহীহ বোখারী শরীফ, হাদীস: ৬২৫৮; সহীহ মুসলিম শরীফ, হাদীস: ,২১৬৭; রদ্দুল মুহতার ৯/৫২৭)