আসসালামু আলাইকুম
আজকের বিষয়টি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়েকে এই সমস্ত বিষয়গুলি জেনে রাখা আবশ্যিক বিবাহের পর এ সমস্ত বিষয় গুলি অনেক কাজের তাই আপনাদের কাছে অনুরোধ নিজে ভালো কিছু শিখুন এবং শেয়ার করে অন্যদে শিখার সুযোগ করে দিন তো চলুন আলোচনা শুরু করি—
গর্ভসঞ্চার একদিনের মিলনে হতে পারে আবার হাজার দিনের মিলনেও হবে না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা যখন সন্তান দান করবেন ঠিক তখনই সন্তান হবে । বর্তমান সমাজে কিছু বিবাহিত নারী পুরুষ কে দেখা যায় গর্ভে সন্তান আসলে তারা স্বামী স্ত্রী দুজনে যুক্তি করে সন্তান নষ্ট করার পরিকল্পনা করে থাকে যেটা কাবিরা গুনা এর কাজ সম্পূর্ণরূপে এমন করা হারাম কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যদি কেউ এমন করে তাহলে হত্যাকারীর খাতায় তাদের নাম উঠবে এবং হত্যাকারীর যা সাজা কিয়ামতের দিন তাদের সেই সাজা হবে ফলে যদি কেউ সন্তান নিতে না চাই বিশেষ কিছু কারণে সেই কারণগুলি হল_
১- যদি স্ত্রীর কোলে শিশু সন্তান থাকে যে দুগ্ধ পান করছে আরেকটি সন্তান সেই অবস্থায় নিলে শিশু দুধ পাবেনা ।
২- স্ত্রী অসুস্থ সন্তান পেটে আসলে মারা যেতে পারে।
ইত্যাদি কারনে সন্তান না নিলে সমস্যা নেই তবে সন্তান পেটে চলে আসার পর এমন সিদ্ধান্ত নেবে না সন্তান না নেওয়ার পরিকল্পনা থাকলে এবং যদি শর্তসাপেক্ষ হয় তাহলে সন্তান না হওয়ার জন্য নিজেদের সেভ থাকতে হবে।
আমরা আলোচনা করছিলাম গর্ভ অবস্থায় সহবাস নিয়ে কিন্তু তার মধ্যে প্রয়োজনীয় বিষয় আসার কারণে আলোচনাটি মাঝখানে অন্যদিকে চলে যায় তো চলুন আসল বিষয়ে ফিরে যাই।
গর্ভকালীন সময়ে সহবাস না করায় উত্তম কেননা এই সময় স্তনে জোরে চাপ দিলে গর্ভের ক্ষতি হয় অন্যদিকে সহবাসের সময় পেটে চাপ পড়ে যার জন্য গর্ভের ক্ষতি হতে পারে। এছাড়া পুরুষ লিঙ্গ যোনিদ্বার দিয়ে গর্ভের ক্ষতি করে তাছাড়া সঙ্গমের সময় জোরে ধাক্কা লেগে গর্ভের ক্ষতি হতে পারে । একান্ত যদি সহবাস করতেই হয় শারীরিক ভারসাম্য বজায় রেখে কিছু নিয়ম কানুন মেনে সহবাস করতে পারে । সেই ক্ষেত্রে 5 মাসের গর্ভ অবস্থার আগে করতে হবে সাবধান হয়ে সহবাস করতে হবে যাতে পেটে চাপ না লাগে সেই দিকে লক্ষ্য রেখে সাবধানতা অবলম্বন করে সহবাস করতে হবে । কিন্তু যদি 6 মাসের গর্ভ হয় তাহলে সহবাস করা মোটেও উচিত নয় ।
আশা করি বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যদি আমাদের পোস্টটি ভাল লাগে তাহলে দয়া করে সকলের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ