মুহাররম/আশুরার রোজার ফজিলত

মুহাররম/আশুরার রোজার ফজিলত

আজকের  আলোচনার বিষয় 
১- আশুরার সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব।
২- আশুরার রোজা।
৩- আশুরার রোজার ফজিলত।
৪- আশুরার রোজা ১টি নাকি ২টি।

আশুরার সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব।

আল্লাহ তালার নিকট অতি সম্মানিত মাস চারটি, জিলকদ, জিলহজ, মুহররম, রজব।
{বোখারি:২৯৫৮}
এই চারটি মাসের মধ্যে একটি মাস হল মহররম
এই মহররম মাসের ১০তম দিনকে আশুরার দিন বলা হয় । আর পূর্বের রাত্রি অর্থাৎ ৯ইমহররম দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয় ।

এই দিনে পৃথিবীর সৃষ্টি হয়।এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নবী আদম-(আঃ)কে আল্লাহ তাআলা সৃষ্টি করেন করেন।এ দিনেই হযরত আদম (আঃ) কে জান্নাতে প্রবেশ করানো হয় । আবার এই দিনেই আল্লাহ তায়ালা তিনার দোয়া কবুল করেন ( গন্ধম ফল খাওয়ার লাগছিস) ক্ষমা করেন । এ দিনে জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) জন্মগ্রহণ করেন,
আবার এদিনেই নমরুদের বিশাল অগ্নিকুন্ড হতে মুক্তিলাভ করেন।

এই আশুরাতেই তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা (আঃ)এর কথোপকথন হয় এবং তিনি আসমানী কিতাব ‘তাওরাত’ লাভ করেন,
অাবার এই ১০ই মহররমেই জালেম ফেরাউনের কবল থেকে হযরত মুসা (আ:) মুক্তি পান এবং ফেরাউনের দলবলসহ নীল দরিয়ায় তলিয়ে যায়। ইত্যাদি বহু ইতিহাস এই দিনের সঙ্গে জড়িত ।
তবে এসব থেকে করুন ইতিহাস হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর নাতি হযরত হুসাইন (রা) দ্বীন ইসলামের খাতিরে কারবালার ময়দানে শহীদ হন ।
এবং তার সঙ্গে আরো ৭২জন শহীদ হন ।
সেই কারবালার করুন কাহিনী শুনলে প্রত্যেকটা ঈমানদার চোখে জল আসে । সেই মর্মান্তিক কাহিনী ঘটে যায় এই ১০ মহররম আশুরার দিন ।
যার কারণে এই আশুরা মানুষের কাছে বেশি পরিচিতি ও সম্মান
লাভ করেছে ।

আশুরার রোজাঃ-

নবী করিম (সাঃ)মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। নবী (সাঃ) বললেন, এটি কি?
তারা বলল, এটি একটি ভাল দিন। এ দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনের কবল থেকে বাঁচিয়েছেন। তাই মুসা (আঃ) রোজা পালন করেছেন। রাসূলুল্লাহ(সাঃ) বললেন, মুসাকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। অত:পর তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন।
{বোখারি}

আশুরার রোজার ফজিলত

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা
হচ্ছে আল্লাহর মাস মুহররম
(মাসের রোজা)।
{ সহিহ মুসলিম,}

নবী (সাঃ) এর বাণী: “আমি আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করছি । আরাফার রোজা বিগত বছর ও আগত বছরের গুনাহ মার্জনা করবে। আরও প্রত্যাশা করছি আশুরার রোজা বিগত বছরের গুনাহ মার্জনা করবে।”[সহিহ মুসলিম ]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, তিনি পূর্ববর্তী এক বছরের পাপ ক্ষমা করে দেবেন। {সহিহ মুসলিম}

আশুরার রোজা ১টি নাকি ২টি?

আশুরা উপলক্ষে দুটি রোজা রাখতে হয় ।  ৯মহররমর, ১০ই মহররম। আব্দুল্লাহ বিন আব্বাস রা. বর্ণনা করেন,যখন রাসূলুল্লাহ (সাঃ) আশুরার রোজা রাখলেন এবং (অন্যদেরকে) রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিষ্টানরা বড় সম্মান জানায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর এদিন আসলে, আমরা নবম দিনও রোজা রাখব ইনশাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে। {সহিহ মুসলিম}

ইমাম শাফেয়ি ও তাঁর সাথীবৃন্দ, ইমাম আহমাদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে দশম ও নবম উভয় দিনের রোজাই মুস্তাহাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ তারিখ রোজা রেখেছেন এবং নয় তারিখ রোজা রাখার নিয়ত করেছেন।

আতা বিন আবি রিবা (রহঃ) বলেন, নিশ্চয় তিনি ইবনে আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন, তোমরা নয় ও দশ তারিখ সিয়াম রাখো এবং ইহুদীদের বৈপরীত্য করো( বায়হাক্বী হা/৮৪০৪)।

তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখতে হবে ৯ মহররম এবং ১০ই মহররম ।

তথ্য সংগ্রহ করেছেন- আব্দুল আজিজ কাদেরী

বেতর নামাজ কত রাকাত জানতে এখানে ক্লিক করুন

Spread the love

Leave a Comment