আল্লাহর রহমত বলতে কি ? রহমতটা কে ?

আমরা বিভিন্ন সময় বলে থাকি আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর রহমতে ব্যবসা-বাণিজ্য ভালো চলছে, এখন যদি প্রশ্ন করা যায় আল্লাহর রহমত বলতে কি ?
রহমতটা কে তাহলে হয়তো এর উত্তর আমরা অনেকেই জানিনা । আসুন পবিত্র কোরআন থেকে উত্তরটা জেনে নিন ।

সুরা ইউনুসঃ আয়াত-৫৮।
ﻗُﻞْ ﺑِﻔَﻀْﻞِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺑِﺮَﺣْﻤَﺘِﻪِ ﻓَﺒِﺬَﻟِﻚَ ﻓَﻠْﻴَﻔْﺮَﺣُﻮﺍ ﻫُﻮَ ﺧَﻴْﺮٌ ﻣِﻤَّﺎ ﻳَﺠْﻤَﻌُﻮﻥَ
” হে হাবীব! আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও
রহমতের প্রাপ্তিতে যেন তারা খুশি উদযাপন করে,
কারণ এটি তাদের সঞ্চিত সকল (নেক কাজের
চেয়ে) থেকে উত্তম। “
আর এর পূর্বের আয়াত খানা পড়লে বিষয়টা আরো
পরিষ্কার বুঝা যাবে যে এই আয়াতে রহমত বলতে
হুযুর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকেই
বুঝানো হয়েছে।
সুরা ইউনুসঃ আয়াত-৫৭
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﻗَﺪْ ﺟَﺎﺀَﺗْﻜُﻢْ ﻣَﻮْﻋِﻈَﺔٌ ﻣِﻦْ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﺷِﻔَﺎﺀٌ ﻟِﻤَﺎ ﻓِﻲ ﺍﻟﺼُّﺪُﻭﺭِ ﻭَﻫُﺪًﻯ
ﻭَﺭَﺣْﻤَﺔٌٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ
” হে মানুষগণ, তোমাদের রবের পক্ষ থেকে
তোমাদের কাছে এসেছেন নসীহত এবং
অন্তরসমূহের জন্য শিফা, আর মুমিনদের জন্য
হিদায়াত ও রহমত। “
আরো পরিষ্কার ভাবে বুঝতে গেল

সুরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত দেখতে হবে।
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎﻙَ ﺇِﻟَّﺎ ﺭَﺣْﻤَﺔً ﻟِﻠْﻌَﺎﻟَﻤِﻴﻦَ
” আর (হে মাহবুব) আমি তো আপনাকে সমগ্র
সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ
“করেছি।
দুই মহান ঈদের সংমিশ্রণ হয়েছে আজ। ঈদ-এ-
জুমুআ মোবারক আর সকল ঈদের সেরা ঈদ-
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সবাইকে ঈদ মোবারক।

তাহলে স্পষ্টভাবে বুঝা গেল আমরা যে রহমত রহমত করে থাকি, সেটা হলেন আমাদের নবী মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তিনি হলেন আল্লাহর রাসুল , বন্ধু ও সমস্ত জাহানের জন্য রহমত ।

প্রবন্ধের পরিবর্তন না ঘটিয়ে , বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সাওয়াবে দারাইন হাসিল করুন ।

Spread the love

Leave a Comment