আশুরার রাত্রে ও দিনে করণীয় ও বর্জনীয়

আশুরার রাত্রে ও দিনে করণীয় ও বর্জনীয়

আমরা আশুরার দিন ও রাতকে বড় ফজিলত পূর্ণ রাত মনে করি কারণ এই রাত্রের ফজিলত হাদিস দ্বারা প্রমানিত । কিন্তু অনেকেই এ রাত্রের করণীয় ও বর্জনীয় সম্পর্কে না জানার কারণে, অনেক ভুল করে থাকে । তাই আজকে এ রাত্রের করণীয় ও বর্জনীয় সম্পর্কে মোটামুটি জানবো ।

১- আশুরার রাত্রে ও দিনে করণীয়।
২ – আশুরার রাত্রে ও দিনে বর্জনীয়।

আশুরার রাত্রে বা দিনে করণীয়
১- রোজা রাখা।
২-বেশি বেশি নফল নামাজ পড়া ।
৩- কোরআন তেলাওয়াত করা ।
৪- শোহাদায়ে কারবালার জন্য ঈসালে সওয়াব করা ।
৫- বেশি বেশি দান করা । ইত্যাদি

আশুরার রাতে বা দিনে বর্জনীয়

১. তা’যিয়া বানানো ।

২. ‘হায় হুসেন’, ‘হায় আলী’ ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা।

ছোট্ট একটি কথা হযরত হাসান হুসাইন মা ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুম আজমাইন (এনাদের কে ভালবাসতে হবে এটা মুমিনের পরিচয়) এনাদের সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে শত্রুতা করা । তবে মাতম করে ছুরি দিয়ে পিঠ ও বুক কেটে আহলে বাইতের সঙ্গে সঙ্গে বেয়াদবি করা হয় ।
ফলে মাতম করা বর্জন করতে হবে।

৩-ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো।

৪- গান বাজনা করা

৫- পটকা ফাটানো -ইত্যাদি

জানতে এখানে ক্লিক করুন
Spread the love

Leave a Comment