সুরা কাহাফের ফজিলত
সুরা কাহাফের ফজিলত হযরত আবু দারদা (রাযি:) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি সুরায়ে কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের অনিষ্ট থেকে মুক্ত থাকবে। [মুসলিম, আবু দাউদ] আল্লামা ত্বীবী (রহ:) বলেন, যেভাবে আসহাবে কাহাফ জালেম বাদশাহর জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তায়ালা সুরায়ে কাহাফের প্রথম ১০ আয়াতের তেলাওয়াতকারীকেও যেকোনো জালিমের …