দান-সদক্বাহ-যাকাতের হুকুম ও ফজিলত
দান-সদক্বাহ-যাকাতের হুকুম ও ফজিলত ১. হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসুল! আমার দু’জন প্রতিবেশী আছে। তাদের মধ্য থেকে কাকে হাদিয়া দেবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন- যার দরজা তোমার বেশী নিকটে তাকে দাও। সূত্র- বোখারি ও শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৮৩৮। ২. হযরত আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু …