কারো মুখে বা গালে কি মারা নিষেধ ??
কারো মুখে বা গালে কি মারা নিষেধ ?? কারো চেহারায় আঘাত করা সম্পুর্ন নিষেধ। এমনকি ইসলামে যুদ্ধের ময়দানেও শত্রুর চেহারায় আঘাত করা তো দূরে থাক থাপ্পড় মারাকেও নিষেধ করা হয়েছে। যেমন সহীহ মুসলিমে হাদীস বর্ণিতো হয়েছে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতো রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন: إذا قاتل أحدُكم أخاه ، فلا يلطُمنَّ الوجهَ “কেউ যদি …