রাসূলুল্লাহ্ ’র [ﷺ] কয়েকটি মু’জিযা
রাসূলুল্লাহ্ ’র [ﷺ] কয়েকটি মু’জিযা প্রত্যেক সম্মানিত নবী রাসূলগণকে আল্লাহ্ তা‘আলা নবুওয়ত ও রিসালতের সত্যতা প্রমাণে সুনির্দিষ্ট মু’জিযা দান করেছেন; কিন্তু নবীকুলের সরদার সৈয়দুল মুরসালীন ইমামুল আম্বিয়া রাহমাতুল্লীল আলামীনকে আল্লাহ্ তা‘আলা অসংখ্য অগণিত মু’জিযা সহকারে পাঠিয়েছেন, তিনি ছিলেন আপাদমস্তক মু’জিযার আঁধার। মহান আল্লাহর পক্ষ থেকে প্রিয়নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর উপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআন …