আমি একজন বিধর্মি পতিতা মেয়েকে তাহার সেচ্ছায় ইসলাম ধর্ম গ্ৰহণ করার পর তাহাকে বিয়ে করে প্রায় ৮ বৎসর সংসার করার পর আমার একটি মেয়ে কে সঙ্গে নিয়ে অন্যের প্ররোচনায় আবার অবৈধ কাজে লিপ্ত হয়েছে। আমার কোন অনুরোধ মানছেনা এবং আমার কাছে ফিরে ও আসছেনা। দয়াকরে আমাকে কোন অজিফা দিন।