আমার বাবা মারা গেছেন ১৬ বছর হলো। স্বপ্নে দেখলাম উনি বলছেন ওনার কবরে অনেক ইদুর এবং ওগুলোকে তাড়াতে হবে। কবরটির ভিতরে পাকা করে দিতে হবে যাতে কোন ইদুর না আসে। দয়াকরে ইসলামিক দৃষ্টি কোন থেকে এর ব্যাখা জানাবেন।
প্রশ্ন করুন উত্তর পান › Category: ইসলামী প্রশ্ন › আমার বাবা মারা গেছেন ১৬ বছর হলো। স্বপ্নে দেখলাম উনি বলছেন ওনার কবরে অনেক ইদুর এবং ওগুলোকে তাড়াতে হবে। কবরটির ভিতরে পাকা করে দিতে হবে যাতে কোন ইদুর না আসে। দয়াকরে ইসলামিক দৃষ্টি কোন থেকে এর ব্যাখা জানাবেন।
এমন স্বপ্ন দেখলে বেশি বেশি দান খায়রাত করতে হবে, কবর পাকা করে দিতে বলছে এর অর্থ হল দান খয়রাত করে নাকি বৃদ্ধি করা মূল উদ্দেশ্য । যতটা পারবেন দান খায়রাত করবেন এবং পিতার জন্য দোয়া করবেন । আল্লাহ যেন আপনার পিতা কে জান্নাত নসিব করেন আমিন ।