আসসালামুয়ালাইকুম।
স্বামীর চাকরি ছাড়ার পর এখন সংসার চালানোর মত কোনো রুজি হয় নি এখনো। এরকম অবস্থা যে তার বাবা বা অন্য কারো থেকে টাকা না নিলে সংসার চালানো যাবে না। কোনো সেভিংস নেই। সে তার পাওনা কিছু টাকা পেয়েছে। এটা কয়েক মাস সংসার চালানোর জন্য যথেষ্ট না। এই অবস্থায় কি তার ওপর কোরবানি ফরজ ?
বিঃ দ্রঃ তার যখন চাকরি ছিল তখন কোরবানি দিয়েছিল।