নারীদের প্রতি নবী (সাঃ) এর উপদেশ ও আদেশ
নারীদের প্রতি নবী (ﷺ) এর উপদেশ আমাদের নবী হযরত মুহাম্মদ (ﷺ) বিভিন্ন পরিস্থিতিতে নারীদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন । আমরা হাদীস শরীফের মধ্যে থেকে কিছু উপদেশ সংগৃহীত করেছি । প্রত্যেক নারীর কর্তব্য সেগুলি মেনে চলা । ১ উপদেশঃ- হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, একবার মহানবী (ﷺ) নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমরা বেশী বেশী দান …