ভালো অথবা মন্দ স্বপ্ন দেখে যে দু’আ পড়তে হয়

ভালো অথবা মন্দ স্বপ্ন দেখে যে দু’আ পড়তে হয় আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, তোমাদের কেউ তার পছন্দনীয় স্বপ্ন দেখে থাকলে তা আল্লাহ তা’আলার পক্ষ হতে। অতএব সে যেন এজন্য আল্লাহ তা’আলার প্রশংসা করে (আলহামদুলিল্লাহ বলে) এবং যা সে দেখেছে তা অন্যের নিকট প্রকাশ করে।(ভালো স্বপ্ন দেখলে প্রকাশ করতে … Read more