ঘুমানোর সময় ও ঘুম থেকে উঠার পর দু’আ (দোয়া)

হুযাইফা্হ ইবনুল ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন, ” اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا “ উচ্চারণঃ- ”আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া” আর্থঃ- “হে আল্লাহ! আমি তোমার নামেই মৃত্যুবরণ করি ও জীবন লাভ করি”। (তিরমিজি,৩৪১৭) ‏হুযায়ফাহ (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেন,الْحَمْدُ لِلَّهِ الَّذِي … Read more