কারো চেহেরাতে মারা কি নিষেধ ?
কারো গালে কি মারা নিষেধ কারো চেহারায় আঘাত করা জায়েজ নেই । এমনকি ইসলামে যুদ্ধের ময়দানেও শত্রুর চেহারায় আঘাত করা তো দূরে থাক থাপ্পড় মারাকেও নিষেধ করা হয়েছে। যেমন সহীহ মুসলিমে হাদীস বর্ণিতো হয়েছে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতো রাসুল (ﷺ) বলেন: إذا قاتل أحدُكم أخاه ، فلا يلطُمنَّ الوجهَ “কেউ যদি তার ভায়ের সাথে … Read more